রেডি ই-কমার্স ওয়েবসাইট

ফিজিক্যাল ব্যবসার ডিজিটাল সমাধান

যদি আপনার বিজনেস অনলাইনে না থাকে, তাহলে এখনো আপনার বিজনেস আউট ওফ দা বিজনেস।

সস্তা ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট ও ইয়াপ্পোবিডির রেডিমেড ওয়েবসাইট এর মধ্যে পার্থ্যক কোথায়?

বর্তমানে প্রায় অধীকাংশ ওয়েবসাইটগুলোই ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি। কারন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী ওয়েবসাইট গুলো ইউজার ফ্রেন্ডলি হওয়ায় মানুষ খুব সহজেই সুন্দর ভাবে ব্যবহার করতে পারে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলো এইচটিএমএল, স্টাইল শিট, পি এইচ পি, ইমেজ এরকম আরও কিছু বিষয়ের সমন্বয়ে গড়ে ওঠে। উক্ত সমন্বয়ে আপনার ওয়েবসাইট এর কন্টেন্টগুলো ভিজিটর এর সামনে দৃষ্টিনন্দন করে তুলে। আপনি যদি আপনার প্রতিষ্ঠান এর জন্য নতুন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে নেওয়ার কথা ভেবে থাকেন এবং ওয়েবসাইটটি তে কি ফ্রি ডেমো ইম্পোর্ট করে তৈরী করবেন, নাকি রেডিমেড ওয়েবসাইট ব্যাবহার করবেন এই নিয়ে চিন্তিত থাকেন। তাহলে আমি আপনাকে ভরসা দিতে পারি কারণ এই আর্টিকেল এ থাকছে সঠিক দিক নির্দেশনা।
আপনার ওয়েবসাইটে আপনি কোন বিষয় টির প্রতি নজর রেখে ওয়েবসাইট তৈরী করতে পারেন।

সস্তায় ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে নেওয়ার নাম করে আপনিও Demo Import করা আর থার্ড ক্লাস নামমাত্র ওয়েব ডেভেলপারদের ফাঁদে পা দিচ্ছেন না তো?

ইদানিং অল্প দামে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে দেয়ার নাম করে চলছে লোক ঠকানোর রমরমা ব্যবসা। পেমেন্ট নিয়ে ওয়েবসাইট তৈরি করে দেওয়ার নামে শুধুমাত্র Demo Import করে দিয়ে সহজ সরল ব্যবসায়িদেরকে ঠকানোর নেশায় মেতে উঠেছে অনেক চক্র।

তাহলে চলুন জেনে নেওয়া যাক সস্তা ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট ও ইয়াপ্পোবিডির রেডিমেড ওয়েব সাইট এর মধ্যে পার্থ্যক এবং আপনার জন্য কোনটি ভালো হবে।

ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট কি?

ওয়ার্ডপ্রেসে ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট বুঝাতে হলে যদি সহজ ভাবে বলি তা হলো, একটা প্রিবিল্ডাপ ওয়েবসাইট অথবা রেডি ওয়েবসাইট আপনি শুধু  একটি ক্লিকে তা আপনার ডোমেন সার্ভারে লাইভ বা শো করাতে পারবেন। সেখানে শুধু কন্টেন্ট আপনাকে পরিবর্তন করতে হবে মানে ওয়েবসাইটে যে লেখা গুলি থাকে। আরো সহজ ভাবে যদি বলি তা হলো ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট হলো একটি রেডিমেড শার্ট বা প্যান্টের মতো যা শোরুমে সাজানো থাকে , আমরা শুধু টাকা দিয়ে কিনে পরিধান করে ফেলি। এই ডেমো ইম্পোর্ট ওয়বসাইট প্রভাইড করে থিমগুলি। আবার অনেক এজেন্সি আছে যারা ফ্রি থিম দিয়ে রেডি টু ইউস বা ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট তৈরী করে বাজারে বিক্রয় করছে খুবই রিজন্যাবল প্রাইসে । বর্তমানে দুই ধরনের ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট অনলাইন দুনিয়াতে পাওয়া যায়। তা হলোঃ

free

ফ্রি থিমের ডেমো ইম্পোর্ট ওয়েবসাইটঃ

ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরী করতে থিমের প্রয়োজন হয়। অনেক অনেক ফ্রি থিম পাওয়া যায় যেগুলি খুব সহজেই এক ক্লিকেই ডেমো ইম্পোর্ট করে আপনার সার্ভারে বা ডোমেইনে শো করাইতে পারবেন। কিন্তু অনলাইনে যেসব ফ্রি থিমের ওয়েবসাইটের ডেমো পাওয়া যায় সেগুলা খুব সুন্দর বা আকর্ষনীয় না, এবং খুব বেশি ফিচার ও পাওয়া যায় না।

paid

পেইড থিমের ডেমো ইম্পোর্ট ওয়েবসাইটঃ

পেইড থিম হচ্ছে সেসব থিম যেসব থিম ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরী করতে সেই থিমের লাইসেন্স কিনে নিতে হয়। সেক্ষেত্রে থিমের সকল ফিচার ও ডেমো ইচ্ছা মতো ব্যবহার করা যায়। পেইড থিম ও ফ্রি থিমের মধ্যে অনেকগুলো পার্থক্যর মধ্যে ডেমো ইম্পোর্টের একটা ভালো পার্থক্য আছে তা হলো , সব ফ্রি থিমে ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট থাকে না কিন্তু সব পেইড থিমে ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট থাকে।

রেডিমেড ওয়েব সাইট কি?

ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট এবং রেডিমেড ওয়েবসাইট কিন্তু এক না। ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট নির্ভর করে থিমের উপর। কিন্তু রেডিমেড ওয়েবসাইট বানানো হয় একটি থিমকে বিভিন্ন ডিজাইন করে। বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করে এই ওয়েবসাইট বানানো হয়। ইয়াপ্পোবিডি রেডি টু ইউস ওয়েবসাইট সেল করে থাকে , যা খুবই প্রিমিয়াম মানের।

ওয়েবসাইট তৈরি করে নিতে হলে, সস্তায় না খুজেঁ এমন কোন এজেন্সি থেকে সার্ভিস নেন যাদের ব্র্যান্ডভ্যালু আছে। তাহলে আর সাপোর্ট নিয়ে আপনার চিন্তায় থাকতে হবেনা।

আমাদের কাস্টম ডিজাইন রেডিমেড ওয়েবসাইট সার্ভিস নিলে আপনি পাবেন সরাসরি মালিকানায় একটি পূর্নাঙ্গ ওয়েবসাইট এর অ্যাক্সেস। এতে করে আপনার যদি মনে হয় আমাদের কোম্পানি উধাও হয়ে যাবে, তবুও আপনার ওয়েবসাইট এর সকল ডাটা থাকবে আপনার ফুল কন্ট্রোলে।

রেডিমেড ওয়েবসাইট সম্পর্কে  আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেনঃ

রেডিমেড ওয়েবসাইট কি? রেডি ওয়েবসাইট এর সুবিধা কি?

ইয়াপ্পোবিডি কত ধরনের রেডিমেড ওয়েবসাইট তৈরি করে থাকে?

আপনি যদি ইকমার্স-ওয়েবসাইট, রেস্টুরেন্ট ওয়েবসাইট, ফুড সেলিং ওয়েবসাইট, কোর্স সেলিং ওয়েবসাইট, গ্রোসারী ওয়েবসাইট, সেলুন ওয়েবসাইট, ক্লোদিং ওয়েবসাইট, কসমেটিক ওয়েবসাইট, স্পোরটস ওয়েবসাইট, পোর্টফলিও ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, বুক সেলিং ওয়েবসাইট, অটোমোবাইল ওয়েবসাইট অথবা যেকোনো নিস বা ক্যাটেগরির ওয়েবসাইটের প্রয়োজন হলে আপনি ইয়াপ্পোবিডি থেকে খুব সহজেই ওয়েবসাইটটি কিনে আপনি আপনার ডোমেইনে লাইভ করাতে পারবেন খুব সহজেই ও স্বল্প সময়ে।

ecommerce

রেডিমেড ই-কমার্স ওয়েবসাইটঃ

বর্তমানে অনলাইনে ওয়েবসাইটে মানুষ কি পরিমান প্রোডাক্ট কিনছে তা কল্পনার অতীত। আজ থেকে কিছু বছর আগেও অনলাইনে মানুষ এতো প্রডাক্ট ক্রয় করতো না। ব্যাবসায়ীদের কথা মাথায় রেখে ইয়াপ্পোবিডি এনেছে রেডি টু ইউস , রেডিমেড ওয়েবসাইট। প্রিমিয়াম লুক সাথে আছে ইকমার্সের সকল ফিচার।

analytics

রেডিমেড বিজনেস ওয়েবসাইটঃ

 সকল বিজনেস বর্তমানে অনলাইনে কনভার্ট হয়ে যাচ্ছে। সবায় বিজনেস ডিল অনলাইনে করতে চায়। সেজন্য প্রয়োজন একটি প্রফেশনাল মানের বিজনেস ওয়েবসাইট। আর ইয়াপ্পোবিডি আপনাকে দিচ্ছে একটি প্রফেশনাল মানের বিজনেস ওয়েবসাইট।

portfolio

রেডিমেড পোর্টফোলিও ওয়েবসাইটঃ

পোর্টফলিও ওয়েবসাইট দরকার পরে না এমন প্রফেশন খুজে পাওয়া খুব মুশকিল। একটি পোর্টফলিও ওয়েবসাইটে আপনার এক্সপেরিয়েন্স, আপনার কাজের নমুনা রাখা থাকবে তা আপনি খুব সহজেই যে কাওকে দেখাতে পারবেন।

ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট:

ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট এর সুবিধা কি?

  • খরচ নাই বললেই চলে
    ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট শুধু একটি থিম কিনলেই সেই থিমের মধ্যে ডেমো থাকবে । আলাদা কোনো খরচের দরকার হবে না। বর্তমানে ৫০ ডলারের মধ্যে খুব ভালো মানের থিম পেয়ে যাবেন। যাতে আপনি বেশ কিছু ডিজাইনের রেডি টু ইউস ডেমো পেয়ে যাবেন।
  • কয়েক ঘন্টার মধ্যে ওয়েবসাইট তৈরি করা সম্ভব
    কম সময়ের মধ্যে একটি ওয়েবসাইট রেডি টু গো, এটা হচ্ছে ডেমো ইমোর্ট ওয়েবসাইটের সব থেকে ভালো একটা সুবিধা। ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট বলা হয় এই সিস্টেমকে।
  • কোডিং না জানলেও সমস্যা নাই
    ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট লাইভ করতে ওয়ার্ডপ্রেস ইন্সটল দেবার পর প্রয়োজন হয় শুধু মাত্র কয়েকটা ক্লিকের। তার পর শুধু কিছু কাস্টমাইজেশনের প্রয়োজন পরে যেমন, রং, লগো, কন্টেন্ট । তো এই পরিবর্তন বা কাস্টমাইজেশনের জন্য কোনো কোডিং দক্ষতার প্রোয়োজন হয় না।

ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট অসুবিধা কি?

  • যেকোন আপডেটে সাইট এর স্ট্রাকচার ভেঙ্গে যেতে পারে
    ওয়েবসাইটের থিম, প্লাগিন, মাঝেমধ্যেই আপডেট হয়। আপডেট দিলেও কখনো কখনো ওয়েবসাইটের স্ট্রাকচার ভেজ্ঞে যায়। সেজন্য আপডেট দেওয়ার আগে সবসময় ওয়েবসাইটের ব্যাক-আপ নিতে হবে। আর কিভাবে প্লাগিনের মাধ্যমে ওয়েবসাইটের ব্যাকাপ নিতে হয় সেটা দেখতে ভিজিট করুন এখানে লিঙ্ক দেওয়া হবে।
  • আপনার প্রয়োজনীয় ফিচার নাও থাকতে পারে
    ডেমো ইম্পোর্ট ওয়েবসাইট গুলোতে আপনার প্রোয়োজন মতো ফিচার না থাকলেও আপনি কাস্টম ভাবে তা এড করে নিতে পারবেন। এখনকার ওয়েবসাইট গুলো সব ডায়নামিক হওয়াই আপনি খুব সহজেই নিজের ইচ্ছা মতো ফিচার ইন করিয়ে নিতে পারবেন একজন ভালো ওয়েব ডেভেলোপয়ারকে দিয়ে।
  • কোডিং না জানলে জটিল কোন কাস্টমাইজেশন করা অসম্ভব
    আপনার ওয়েবসাইটের এমন কিছু কাস্টমাইজেশন প্রোয়োজন হতে পারে যা কিছু কোডিং না লিখে হয়তোবা করা সম্ভব না। তো সেক্ষেত্রে একটা ভালো ওয়েব ডেভ্লপমেন্ট ফার্ম থেকে এই কাস্টমাইজেশন গুলো করে নিতে পারেন।
  • সাইটের লোডিং টাইম বেশি ভালো না হওয়ার সম্ভবনা থাকে
    ডেমো ইম্পোর্ট ওয়েবসাইটে আপরনার প্রোয়োজনের বেশি ডিজাইন এবং ফিচার থাকে এবং সেজন্য ওয়েবসাইটের লোডিং স্পিড বেড়ে যায়।
  • ডেমোর সাথে অনেক অপ্রয়োজনীয় কনটেন্ট চলে আসে
    ডেমো সাইট এর সাথে ডেমো কন্টেন্ট চলে আসে। যা ডিলিট না করা পর্যন্ত ডাটাবেসে থেকে যায়। এটা হোস্টিং এর স্পেস নষ্ট করে।

ইয়াপ্পোবিডি এর রেডিমেড ওয়েবসাইট এর সুবিধা কি?

ইয়াপ্পোবিডি থেকে রেডিমেড ওয়েবসাইট কেনার ক্ষেত্রে হাজারো সুবিধা আছে। তার মধ্যে থেকে বিশেষ কিছু নিচে উল্লেখ করা হলোঃ

১. বাজেট ফ্রেন্ডলি কমপ্লিট সেটাপ
২. কাস্টমাইজ ইউনিক ডিজাইন
৩. লাইট ওয়েট ওয়েবসাইট
৪. ব্যবসা অনুুযায়ি পছন্দের ডিজাইন পাবেন
৫. এস ই ও ফ্রেন্ডলি ওয়েবসাইট
৬. থিমের দামেই কমপ্লিট প্রফেশনাল ওয়েবসাইট
৭. সহজেই ম্যানেজ করতে পারবেন
৮. কোন কোডিং জানার দরকার নেই
৯. মোবাইল রেসপনসিভ ওয়েবসাইট
১০. ওয়েবসাইট ম্যানেজ করার ভিডিও গাইড
১১. ওয়েবসাইট ম্যানেজ করতে কোন প্রবলেম হলে আমরা হেল্প করবো
১২.ডেডিকেটেড সেলস সাপোর্ট
১৩. সইটের লোডিং টাইম যথেষ্ট ফাস্ট

রেডি ই-কমার্স সাইট কাদের জন্য?

  • যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন।
  • যারা অল্প বাজেটে ভালো সার্ভিস খুঁজছেন।
  • অফলাইন ব্যবসাকে যারা অনলাইনে আনতে চাচ্ছেন।
  • ফেসবুকের পাশাপাশি যারা অনলাইনে সেল করতে চাচ্ছেন
  • ব্যবসায় সেলস বৃদ্ধি করার কথা যারা চিন্তা করছেন।

ইয়াপ্পোবিডি থেকে রেডিমেড ওয়েবসাইট কেন কিনবো?

আপনার যদি বাজেট এর মধ্যে ওয়েবসাইট তৈরির পরিকল্পনা থাকে তাহলে আমাদের রেডিমেড সাইট না কেনার একটিও কারন খুজেঁ পাবেন না। কারন থিমের দামেই আপনি ইয়াপ্পোবিডি থেকে পাচ্ছেন একটি কাস্টম ডিজাইন প্রিমিয়াম ওয়েবসাইট। তাছাড়াও আরো বিশেষ কিছু কারন নিচে দেওয়া হলোঃ

  • ওয়েবসাইটের যে কোন সমস্যা বা পরামর্শের জন্য আমাদের সাপোর্ট টিম আপনার জন্য সর্বদা প্রস্তুত।
  • পেমেন্ট সম্পূর্ণ হবার পর সবোর্চ্চ ৭২ ঘণ্টার মধ্যে লাইভ ওয়েবসাইট পাবেন।
  • ফ্রি সার্ভিস হিসেবে কমপক্ষে ১০ টি ডেমো প্রোডাক্ট আপলোড করে দেয়া হবে।
  • ওয়ার্ডপ্রেস এবং কাস্টম কোড উভয় দিয়েই ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
  • আমাদের এক্সপার্ট ডেভেলোপার টিম দ্বারা প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করা হয়
  • আমাদের রেডিমেড ওয়েবসাইটগুলো যেকোন ডিভাইসে রেসপন্সিভ।
  • মার্কেট প্রাইজ এর তুলনায় আমাদের সাইটগুলো খুবই সাশ্রয়ী মূল্যে সাজানো হয়েছে।

আপনার জন্য ই-কমার্স ওয়েবসাইট কেন জরুরী?

মাঝে মাঝেই ফেসবুক এর ডাউন থাকা থেকে একটা জিনিস আমাদের দেশের ইকমার্স, এফকমার্স বা ডিজিটাল উদ্যোক্তাদের যা শিক্ষা নেওয়া উচিং – সেটা হচ্ছে, শুধু এক ফেসবুকের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে এর বাইরেও মার্কেটিং চ্যানেল তৈরি করা।

যেমনঃ
– ফেসবুক পেইজ থাকলেও ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে ফেলা।
– একটা ফেসবুক পেইজের পাশাপাশি ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলা।
– ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল অন্যান্য মেজর সোশ্যাল মিডিয়াগুলোতে নিয়মিত নিজের বিজনেসটা প্রমোট করা।

এতে করে – একটা মার্কেটিং চ্যানেলের কোন কারণে আউটেজ হলে, আরেকটাতে কন্টিনিউ করা যাবে।

তবে আমি ব্যাক্তিগত কন্ট্রোলে বিশ্বাস করি। মানে এমন একটা চ্যানেল বানানো যেখানে আপনিই হবেন সর্বেসর্বা।
যেখানে আপনি ডিসিশন নিতে পারবেন যে কখন আপনার মার্কেটিং চ্যানেল অফ থাকবে এবং কখন অন থাকবে।

যেখানে আপনার বিজনেস পেইজকে ইচ্ছেমত সাজাতে-গোছাতে পারবেন।
আর এই চ্যানেলটি হচ্ছে – একটি ওয়েবসাইট।

অনেককেই দেখেছি – ৫ বছর যাবত বিজনেস করছেন ফেসবুকের পেইজ দিয়ে – কিন্তু নিজের ওয়েবসাইট নাই।

আর দেরী না করে – এখনি আপনার বিজনেসের জন্যে ওয়েবসাইট বানান। আর সেটাই হউক আপনার অনলাইনে ব্যবসা করার প্রধান মিডিয়াম।
অন্যের প্লাটফর্মের উপর নির্ভর করে বিজনেস আর কতো?

শেষকথাঃ

আজকের আলোচনা থেকে এতোক্ষনে অবশ্যই বুঝতে পেরেছেন ফ্রি তে ডেমো ইম্পোর্ট করে ওয়েবসাইট ও আমাদের রেডিমেড ওয়েবসাইট বলতে আসলে কি বোঝানো হয়। তাই আপনার প্রয়োজনীয়তা আনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য ফ্রি তে ডেমো ইম্পোর্ট ভালো হবে নাকি রেডিমেড ওয়েবসাইট। সবশেষে যদি কম খরচে একটা রেডি ওয়েবসাইট কেনার কথা ভাবেন তাহলে আজই যোগাযোগ করুন Yappobd এর সাথে। আপনার পছন্দ অপছন্দ কে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেটের মধ্যে রেডি ওয়েবসাইট বিক্রি করে থাকি। আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে যেকোন সময়,যে কোন প্রয়োজনে YappoBD এর সাথে যোগাযোগ করুন ।

কাস্টমার যখন অনলাইনে কেনাকাটা করতে সাচ্ছন্দবোধ করে, তাহলে আপনার ব্যবসা কেন শুধু অফলাইনে। তাই আজই করে তৈরি ফেলুন আপনার ব্যবসার অনলাইন ভার্সন। এবং বিক্রয়ে যোগ করুন দ্বিগুন গতি।

তাহলে আর দেরি কিসের? এখইন ভিজিট করুন ইয়াপ্পোবিডি ওয়েবসাইট আর আমাদের তৈরিকৃত রেডিমেড ওয়েবসাইট গ্যালারি থেকে বেছে নিন আপনার ব্যবসার জন্য কোনটি প্রয়োজন।

একনজরে আমাদের বেস্ট সেলিং কিছু রেডিমেড ওয়েবসাইট

আমাদের সম্পর্কে কাস্টমাররা কি বলে?

আমাদের সম্পর্কে সেবা গ্রহীতারা যা বলেছেন তা শুধু কেবলই আমাদের সফলতার প্রদর্শন নয়, এগুলি আমাদের টিম ওয়ার্ক, ডেডিকেশন এবং নিয়মানুবর্তিতার ফলাফল।

“ইয়াপ্পোবিডি” বাংলাদেশের একমাত্র এজেন্সি যারা কি না, একই সাথে ওয়েবাসইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপনার ওয়েবসাইট এর মার্কেটিং, মেইনটেনেন্স সব সার্ভিস দিয়ে থাকে। আমি গত দুই বছর যাবৎ তাদের সার্ভিস ব্যবহার করছি এবং অভারঅল স্যাটিসফাইড। আপনারাও চাইলে YappoBD এর সার্ভিস নিতে পারেন। আর ধন্যবাদ ইয়াপবিডি কে আমার মত খুত খুতানি মানুষ কে সার্ভিস দেওয়ার জন্য।

Md Mizanur Rahman

YappoBD ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েবসাইট মেইনটেনেন্স সার্ভিস প্রদানে বাংলাদেশের সেরা একটি প্রতিষ্টান। আমি তাদের প্রায় শুরুর দিকের একজন গ্রাহক। আমার ওয়েবসাইট eLearning Academy “ইয়াপ্পোবিডি” এর অধীনেই ডেভেলপ করেছি। এবং আমার ওয়েবসাইট এর মেইনটেনেন্স সংক্রান্ত সকল দায়ভার আমি “ইয়াপ্পোবিডি” এর উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত।

Mahmudur Rahman Masum

ইয়াপ্পবিডির সার্ভিস এর প্রাইস শোনার পরেই আপনার কাছে মনে হতে পারে যে এরা অনেক বেশী টাকা চার্জ করতেছে। কিন্তু আসলে তারা কোয়ালিটি সার্ভিস প্রভাইড করে তাই ২ হাজার টাকায় ৫ হাজার টাকায় যারা ওয়েবসাইট বানায় তাদের সাথে ইয়াপ্পবিডির তুলনা করলে চলবেনা। সার্ভিস কোয়ালিটি অনুযায়ী তাদের প্রাইস তুলনা করলে আপনি সন্তুষ্ট হতে বাধ্য। সব মিলিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা মার্কেটিং সার্ভিস এর জন্য বাংলাদেশে ইয়াপ্পবিডি সেরা।

Reyazul Masud Riham

ওয়েবসাইট বিল্ড এবং মেইনটেনেন্স রিলেটেড কোয়ালিটি সার্ভিস এর ক্ষেত্রে আমার দেখা সেরা একটি এজেন্সি YappoBD। তাদের সার্ভিস সত্যিই প্রশংসাজনক এবং পাশাপাশি তাদের সার্বক্ষনিক সাপোর্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। তাদের সার্ভিস চার্জ তাদের কাজের কোয়ালিটি হিসেবে একদম পারফেক্ট এবং ব্যাজেট ফ্রেন্ডলি। YappoBD এর জন্য শুভ কামনা রইলো, আপনারা যারা ওয়েবসাইট বিল্ড এবং মেইনটেনেন্স রিলেটেড সার্ভিস খুঁজছেন তারা নিশ্চিন্তে YappoBD থেকে সার্ভিস নিতে পারেন, ধন্যবাদ!

Rezaul Karim

আমার কোর্স সেলিং ওয়েবসাইট Learn With Robiul দেখলেই যেকেউ অনুমান করতে পারবে YappoBD ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সার্ভিসে কতটা দক্ষ। আমি তাদের সার্ভিস নিয়ে পুরোপুরি সন্তুষ্ঠ। আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে মার্কেটিং যেকোন ধরনের সার্ভিস এর প্রয়োজন থাকে “ইয়াপ্পোবিডি” এর সার্ভিস ট্রাই করতে পারেন।

Robiul Islam