ওয়েব ডেভেলপমেন্ট বর্তমান সময়ে খুব জনপ্রিয় এবং ডিমান্ডেবল একটি টার্ম। খাবার অর্ডার করা থেকে শুরু করে শপিং করা, বিনোদন, এমন কি প্রাত্যহিক জীবনের অনেক কাজের জন্য আমরা ওয়েবসাইট কিংবা সফটওয়্যার এর সাথে জড়িত। আর এই সফটওয়্যার কিংবা ওয়েবসাইটগুলো অবশ্যই কেও না কেও তৈরি করছে। একজন ওয়েব ডেভেলপার এই সমস্ত ওয়েবসাইট তৈরি করে থাকে। আপাত দৃষ্টিতে ওয়েব ডেভেলপিং অনেক দুর্বোধ্য এবং কষ্ট সাধ্য বেপার মনে হতে পারে কিন্তু তাই বলে কি আপনি এতো সম্ভাবনাময় একটা ক্যারিয়ারের দিকে হাত বাড়াবেন না? কথায় আছে “কষ্ট করলে কেষ্ট মেলে!” তাই আপনাকেও পরিশ্রম এবং সাধনা দ্বারা ওয়েব ডেভেলপিং শিখে নিতে হবে। ওয়েব ডেভেলপিং শেখার মাধ্যমে আপনি একবিংশ শতাব্দীর অন্যতম সম্ভাবনাময় একটি ক্যারিয়ারে পদার্পণ করবেন। তাই চলুন জেনে নেওয়া যাক, ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য কি কি বেসিক জিনিস জানতে হবে তার সম্পূর্ণ গাইডলাইন।
ওয়েব ডেভেলপমেন্ট কিঃ
ইন্টারনেট এর জন্য ওয়েবসাইট কিংবা সফটওয়্যার, অ্যাপ্লিকেশন এর কাজ টা-ই হলো ওয়েব ডেভেলপমেন্ট। অনেকেই আছে যারা ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েব ডেভেলপিং এর কাজ টা কে এক মনে করে। কিন্তু সত্যিকার অর্থে এই দুই জিনিসের ভেতর রয়েছে বিস্তর ফারাক। ওয়েব ডেভেলপমেন্ট হলো একটি ওয়েবসাইট তৈরি করা এবং এর ফাংশনালিটি হ্যান্ডেল করার জন্য প্রোগ্রামিং, কোডিং এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ করা। কিন্তু ওয়েবসাইট ডিজাইন হলো একটি ভিজুয়াল পার্ট। আমরা যখন কোনো ওয়েবসাইট এ ঢুকি তখন আমাদের সাথে বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন ডিজাইনের ওয়েবসাইট দৃশ্যমান হয়। এগুলোই করে থাকে একজন ওয়েবসাইট ডিজাইনার। আর যে ব্যক্তি ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করে থাকে তাকে ওয়েব ডেভেলপার বলা হয়। সবচেয়ে সরল স্ট্যাটিক ওয়েবসাইট থেকে শুরু করে কমার্শিয়াল ওয়েবসাইট, বিভিন্ন অ্যাপ্স আমরা প্রতিনিয়ত যে ব্যবহার করছি এই সব কিছুই একজন ওয়েব ডেভেলপার এর হাতে গড়ে তোলা। যেহেতু একবিংশ শতাব্দীতে আমরা সকলেই নেট জগতে অনেক বেশি অ্যাক্টিভ তাই ওয়েব ডেভেলপার এর ডিমান্ড ও আগের তুলনায় অনেক বেড়ে গেছে।
ওয়েব ডেভেলপার হতে গেলে যা জানা আবশ্যকঃ
ওয়েব ডেভেলপার হতে গেলে সবার আগে আপনাকে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সম্পর্কে বিস্তারিত নলেজ গেইন করতে হবে। এইচটিএমএল এমনই একটি মার্ক-আপ ল্যাংগুয়েজ। ওয়েব ডেভেলপার এর হাতে খড়ি আপনি এইচ টি এম এল শেখার মধ্য দিয়ে শুরু করতে পারেন। বেসিক এইচ টি এম এল শিখে প্রথমেই আপনি নিজের জন্য ওয়েবসাইট তৈরি করুন। শুধুমাত্র শেখার পারপাসে, কেননা শুধু মাত্র এইচ টি এম এল শিখে আপনি মার্কেটপ্লেসগুলোতে টিকে থাকতে পারবেন না। তাই আপনাকে এইচ টি এম এল এর পাশাপাশি সিএসএস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি প্রোগ্রামিং ল্যাংগুয়েজগুলো তে ভালো জ্ঞান থাকতে হবে।
ওয়েব ডেভেলপার এর প্রকারভেদ
ওয়েব ডেভেলপার ৩ ধরনের হয়ে থাকে। যেমনঃ-
- ফ্রন্ট ইন্ড ডেভেলপার ( Front end developer)
- ব্যাক ইন্ড ডেভেলপার ( Back end developer)
- ফুল স্টাক ডেভেলপার (Full stack Developer)
ফ্রন্ট ইন্ড ডেভেলপারঃ
আমরা একটি ওয়েবসাইট এর সামনে যে ডিজাইন গুলো দেখি সেই ডিজাইনগুলোই ফ্রন্ট ইন্ড ডেভেলপমেন্ট। আর যে এই ফ্রন্ট ইন্ড ডেভেলপমেন্ট করে থাকে তাকে বলে ফ্রন্ট ইন্ড ডেভেলপার। সহজ কথায়, একজন ইউজার একটি ওয়েবসাইটের যে অংশগুলো দেখতে পায় তার সবই ফ্রন্ট ইন্ড ডেভেলপার করে থাকে। এইচ টি এম এল, সি এস এস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট ইন্ড ডেভেলপমেন্ট করা হয়ে থাকে। এই তিন টি ল্যাংগুয়েজ এর ভেতর জাভাস্ক্রিপ্ট সবচেয়ে বেশি ডিমান্ডেবল। এর কারণ হতে পারে জাভাস্ক্রিপ্ট দিয়ে স্লাইডার, ড্রপ ডাউন মেনু সহজেই তৈরি করা যায় তাই। JQuery, bootstrap, css library ফ্রন্ট ইন্ড ডেভেলপারদের কাজ কে আরও সহজ করে দিয়েছে এই ফ্রেমওয়ার্ক গুলো।
ব্যাক ইন্ড ডেভেলপারঃ
একটি ওয়েবসাইটের কিংবা অ্যাপ্সের ভেতরের ফাংশনালিটি মেইনটেইন করে থাকে একজন ব্যাক ইন্ড ডেভেলপার। আমরা খালি চোখে এগুলো দেখতে পাই না। এই সমস্ত কাজগুলোই হয়ে থাকে একটি ওয়েবসাইট কিংবা এ্যাপের ভেতরে। ব্যাক ইন্ড ডেভেলপমেন্ট কে একটি ওয়েবসাইটের ব্রেইন ও বলা চলে। ফ্রন্ট ইন্ড ডেভেলপার এর কাজের চেয়ে ব্যাক ইন্ড ডেভেলপার এর কাজ অনেক টা-ই জটিল। ব্যাক ইন্ড ডেভেলপার এর কাজ কে সহজ করতে যে ফ্রেম ওয়ার্কগুলো কাজ করে যাচ্ছে তা হলো Ruby on rails, Code igniter etc.
ব্যাক ইন্ড ডেভেলপমেন্ট এবং ফ্রন্ট ইন্ড ডেভেলপমেন্ট আরও সহজ করে বুঝতে নিচের উদাহরণ টি চলুন পড়ে আসি।
ধরুন আপনার একটি ওয়েবসাইট বানানো লাগবে। এখন সেই ওয়েবসাইট টি তে সংগত কারণেই আপনার একটি ক্যালকুলেটর লাগবে। এখন আপনি ওয়েব ডেভেলপার কে বললেন ওয়েবসাইট এ ক্যালকুলেটর যেনো থাকে। তাহলে এই ক্যালকুলেটর স্থাপন এর কাজ টি ফ্রন্ট ইন্ড এবং ব্যাক ইন্ড দুই ডেভেলপার-ই করবে। ক্যালকুলেটর টা ঠিক ওয়েবসাইট এর কোথায় থাকবে, ক্যালকুলেটর এর +,-,×,÷,℅, ইত্যাদি বিষয় কোন লাইনে থাকবে এই সমস্ত কিছুর কোডিং একজন ফ্রন্ট ইন্ড ডেভেলপার করে থাকে। অপরদিকে, ক্যালকুলেটর এর কোন বাটন চাপলে কোন ইনপুট গ্রহণ করবে, এবং আপনার যোগ, বিয়োগের সঠিক ফলাফল প্রদানের জন্য ভেতরে যে ফাংশনালিটি সেট করে দিতে হয় তাই ব্যাক ইন্ড ডেভেলপমেন্ট। এক কথায় ফ্রন্ট ইন্ড ডেভেলপমেন্ট আমরা খালি চোখে দেখতে পাই অপরদিকে ব্যাক ইন্ড ডেভেলপমেন্ট আমরা খালি চোখে দেখতে পাই না।
এ ছাড়াও আপনি চাইলে আমাদের রেডিমেড ই-কমার্স ওয়েবসাইট কিনে খুব সহজেই আপনার ব্যাবসার সকল কাজ করতে পারবেন।
ফুল স্টাক ডেভেলপারঃ
একজন ফুল স্টাক ডেভেলপার ব্যাক ইন্ড এবং ফ্রন্ট ইন্ড এই দুই টি বিষয় একাই হ্যান্ডেল করে থাকে। ফ্রন্ট ইন্ড ডেভেলপমেন্ট হলো ক্লায়েন্ট সাইড কেননা সমস্ত ভিজিটর এর কাছে এটি ভিজিবল। তাই ফ্রন্ট ইন্ড ডেভেলপমেন্ট রেস্পন্সিভ ডিজাইন করতে হয়, যা ইউজার ফ্রেন্ডলি হয়। আবার ব্যাক ইন্ড ডেভেলপমেন্ট কে সার্ভার সাইড ডেভেলপমেন্ট বলা হয় কেননা এর সমস্ত কাজ সার্ভার এর ভেতরে হয়ে থাকে। আর একজন ফুল স্টাক ওয়েব ডেভেলপার এই সব কাজ একা করে থাকে। শুধু তাই নয় ব্যাক ইন্ড, ফ্রন্ট ইন্ড এমন কি ডাটাবেইজ, ডিবাগিং এর কাজ করে থাকে। আপনি একজন ফুল স্টাক ডেভেলপার হতে চাইলে আপনাকে ফ্রন্ট ইন্ড ডেভেলপিং এর কাজ যেমন ওয়েবসাইট এর দৃশ্যমান অংশগুলো ইউজার ফ্রেন্ডলি করে গড়ে তুলতে হবে কোডিং এর মাধ্যমে এবং সাথে ব্যাক ইন্ড ডেভেলপমেন্ট এর কাজ যেমন ইন্টিগ্রেট দক্ষতার সাথে সুনিপুণ ভাবে করতে হবে। ফুল স্টাক ডেভেলপার হতে চাইলে অবশ্যই আপনাকে কোডিং ল্যাংগুয়েজগুলো তে পারদর্শী হতে হবে। ফুল স্টাক ডেভেলপার হতে চাইলে html, css, javascript, php,ruby, phythom সব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতে হবে। সাথে ডাটাবেইজ সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
সুতরাং, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করতে চান তাহলে সবার আগে আপনাকে কোডিং ল্যাংগুয়েজগুলো আয়ত্ত করতে হবে। এর সাথে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন লেভেলের ডেভেলপার হবে। তবে আমি রিকমেন্ড করবো খুব দক্ষ হয়ে ফুল স্টাক ডেভেলপার হওয়াই ভালো। কারণ দিন দিন যে পরিমাণ মানুষ এই ডিমান্ডেবল পেশার দিকে ঝুঁকছে তাতে খুব দক্ষতা অর্জন ছাড়া এই পেশায় টিকে থাকা মুশকিল।
পরিশেষেঃ
ওয়েব ডেভেলপিং, অ্যাপ ডেভেলপিং সত্যিই বর্তমান সময়ে খুবই ডিমান্ডিং একটি পেশা। শ্রম বাজারে তাই ডেভেলপার এর সংখ্যা টা ও অধিক। সবাই যেহেতু এই পেশার দিকে ঝুঁকছে তাই আপনার উচিৎ আগে নিজেকে এই পেশার জন্য উপযুক্ত করে তবেই মার্কেটপ্লেসে আসা। আমাদের এজেন্সি তে কাজ করছে এরকম বহু দক্ষ ওয়েব ডেভেলপার। আপনি আপনার ওয়েবসাইট কে যদি আমাদের দ্বারা ডেভেলপমেন্ট করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ফুল স্টাক ডেভেলপার দ্বারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করানো হয়। রেডি মেইড ই-কমার্স ওয়েবসাইট এবং মেইনটেন্যান্স এর সুবিধা রয়েছে। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে।