You are currently viewing লোকাল বিজনেস প্রমোশন এ ওয়েবসাইট কেনো প্রয়োজন?

লোকাল বিজনেস প্রমোশন এ ওয়েবসাইট কেনো প্রয়োজন?

লোকাল বিজনেস প্রমোশন এ ওয়েবসাইট কেনো প্রয়োজন?

বর্তমান আধুনিক বিশ্বে অনলাইন বিজনেসের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ওয়েবসাইট। কেননা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যেকোনো ওয়েবসাইটে আমাদের ব্রাউজ করতেই হয়। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, সাফল্য, শিক্ষার মান, প্রয়োজনীয় পণ্য সম্পর্কে বিস্তারিত জানাসহ বিভিন্ন কারণে ব্যবহৃত হয় এই ওয়েবসাইট। একটি কোম্পানি সম্পর্কে পূর্নাঙ্গ তথ্য উপস্থাপন করায় বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এই ওয়েবসাইট খুব গুরুত্বপূর্ণ। গ্রাহকের উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য দ্বারা সাজানো-গোছানো একটি ওয়েবসাইট সকলের কাছেই আপনার কাজ, প্রতিষ্ঠানকে আলাদা করবে। কেননা আধুনিক এই বিশ্বে প্রযুক্তির সাথে নিজেকে যুক্ত রাখতে নিজের কোম্পানির জন্য থাকা চাই একটি মানসম্মত ওয়েবসাইট। এক্ষেত্রে যারা বিভিন্ন বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই ওয়েবসাইট হতে পারে কোম্পানির সেবা প্রমোশনের সেরা মাধ্যম। বিশ্বের বেশ বড় একটি অংশ বর্তমানে গুগল সার্চের উপর নির্ভরশীল। অফলাইন বিজনেস করা ব্যাক্তিরা চাইলে এই সুযোগ ভালোভাবেই কাজে লাগাতে পারে। কেননা একটি অংশ যেহেতু বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি নিয়ে পড়েই থাকে, সেহেতু এটি ব্যবহার করে বিজনেসের প্রমোশন করাটা বেশ লাভজনক সিদ্ধান্ত হতে পারে। 

প্রতিষ্টানের মূল ভিত্তিঃ

কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্যগুলি সংগ্রহ করে রাখে একটি ওয়েবসাইট। যা পরবর্তীতে কোম্পানির ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ প্রমোশনাল উপায় হিসেবে বিবেচিত হয়। একজন ক্রেতা কোনো পণ্য কিংবা সার্ভিস কেনার আগে সে-সম্পর্কে বিস্তারিত জানতে চায়। এক্ষেত্রে আপনি যদি পরিপূর্ণভাবে তা উপস্থাপন করতে না পারেন, তবে অধিকাংশ ক্রেতাসাধারণই মুখ ফিরিয়ে নিবে। যার কারণে আপনার কোম্পানি এবং পণ্য কিংবা সার্ভিস সম্পর্কিত তথ্য দ্বারা তৈরিকৃত একটি মানসম্মত ওয়েবসাইট থাকা বেশ জরুরি। মনে রাখবেন আপনার কোম্পানি সম্পর্কিত ওয়েবসাইট না পেলে ৩০% মানুষ প্রফেশনাল ব্যবসা বলেই মনে করবেনা। কারণ একটি ওয়েবসাইট সর্বদা অনলাইন কিংবা অফলাইন বিজনেসের মূল ভিত্তি হিসেবে কাজ করে। 

পণ্য বা সার্ভিস সম্পর্কে জানাঃ

অনেকেই মনে করেন যাদের নিজস্ব কোনো ওয়েবসাইট নেই তারা বেশ লাভবান হচ্ছে, পণ্য বিক্রি হচ্ছে, মোটামুটি পুরো ব্যাপারটিই ভালো চলছে। কিন্তু অনেকেই এটা ভাবেন না যে পৃথিবীর অন্য এক প্রান্তে নিজস্ব ওয়েবসাইট থাকা কোনো এক ব্যবসায়ীর অনলাইন শপের প্রায় সকল প্রোডাক্টই রাতারাতি বিক্রি হয়ে যাচ্ছে। কেননা তারা তাদের ওয়েবসাইটটিতে কোম্পানিসহ তার পণ্য কিংবা সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য টুকে রেখেছে। যার কারণে খুব সহজেই সাধারণ মানুষ প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জেনে খুব সহজেই যেকোনো সিদ্ধান্ত নিতে পারছে। তাছাড়াও গ্রাহক যে সার্ভিসটি কিংবা পণ্যটি কিনতে আগ্রহী সেটি সম্পর্কে তো তাকে আগেভাগে জেনে নিতে হবে, তাই নয় কি? সুতরাং বুঝতেই পারছেন ওয়েবসাইট থাকা কোম্পানি এবং ওয়েবসাইট না থাকা কোম্পানির উপস্থাপনের ধরণটা কেমন হতে পারে। 

কম খরচঃ

বর্তমানে আপনি সীমিত বাজেটে মানসম্মত ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন৷ এক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেরা সার্ভিসের সাথে শতভাগ সাফল্যের নিশ্চয়তা দিচ্ছি আমরা। একটি প্রফেশনাল ওয়েবসাইট বানাতে কোটি টাকা খরচ না হলেও এই সীমিত বাজেটে করা ওয়েবসাইট কিন্তু পরবর্তীতে কোটি টাকার সাফল্য এনে দিতে পারে৷ অতএব নিজের কোম্পানিকে পূর্বের চাইতে আরো জনপ্রিয় করে তুলতে চাইলে অল্প খরচে যেকোনো ওয়েব ডেভলপার এবং ডিজাইনার কিংবা আমাদের দ্বারা একটি মানসম্মত ওয়েবসাইট তৈরি করিয়ে নিতে পারেন। 

লোকাল সার্চঃ

লোকাল সার্চ অপটিমাইজেশনের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের আশেপাশে থাকা গ্রাহক আপনাকে খুব সহজেই খুঁজে পাবে। যা সহজেই আপনার পণ্য কিংবা সার্ভিস বিক্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে সক্ষম। এমন অনেক পণ্য আছে যা ক্রেতাসাধারণ সশরীরে উপস্থিত হয়ে কিনে নিতে চায়। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লোকাল সার্চ আপনার নতুন গ্রাহক বা ক্রেতাকে সরাসরি আপনার কাছে নিয়ে আসতে সাহায্য করবে৷ গুগল সার্চই পারে আপনার এই লোকাল সার্চ তৈরি এবং বৃদ্ধি করতে। এক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটের আবশ্যকতা রয়েছে। সুতরাং একটি ওয়েবসাইট আপনার লোকাল ক্রেতা বা গ্রাহকও এনে দিতে পারে৷ 

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সহজ যোগাযোগঃ

ধরুন আপনার একটি অফলাইন দোকান রয়েছে৷ পাশাপাশি আপনি চান নিয়মিত আপনার পণ্য সেল হোক। কিন্তু অনেকসময় আবার দেখা যায় কিছু ক্রেতা চিন্তা করছে ঘরে বসেই কিভাবে দরকারি পণ্য কেনা যায়। এমতাবস্থায় কেবল আপনার অফলাইন শপ আপনাকে তেমন কোনো সমাধান দিতেই পারবে না৷ কেননা এতে আপনি ঘরে বসে ক্রেতাগণের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম রাখেননি। যার ফলে তারা পণ্য কিনতে আগ্রহী হয়েও আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না৷ এক্ষেত্রে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তবে তারা সাইটটিতে দেওয়া তথ্য অনুযায়ী আপনার সাথে যোগাযোগ করতে পারতো কিংবা সরাসরি সেখানেই অর্ডার প্লেস করতে পারতো। ক্রেতা যেমন ঘরে বসেই পণ্য অর্ডার করতে পেরে সন্তুষ্ট হতো তেমনি আপনিও আপনার নতুন কোনো পণ্য বিক্রিতে অসাধারণ তৃপ্তি পেতে পারতেন। উপরের উদাহরণটির মাধ্যমেই নিশ্চয় বুঝতে পেরেছেন সহজ যোগাযোগের ক্ষেত্রে একটি ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ণ? 

তথ্য প্রচারঃ

কথায় আছে ‘প্রচারেই প্রসার’। একটি ওয়েবসাইট কিন্তু আপনার এই প্রচারের কাজটিও খুব সহজেই করতে পারে৷ যেহেতু বর্তমানে গুগলিং করা আইটিপ্রেমিকের সংখ্যা দিন দিন বাড়ছে সেহেতু আপনি চাইলে সার্ভিস প্রচারের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটকে কাজে লাগাতে পারেন৷ আপনার অফলাইন দোকান একটি নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে গেলেও আপনার ওয়েবসাইট রাত-দিন ২৪ ঘণ্টা আপনার কোম্পানি, পণ্য, সার্ভিস সম্পর্কে তথ্য প্রদান করতেই থাকবে৷ পাশাপাশি বিভিন্ন অফার ও নোটিশ সম্পর্কে জানাতে পারবে। এতে আপনার বিক্রি পূর্বের চাইতে বহুগুণ বেড়ে যাবে। 

রিভিউঃ

অফলাইনে কোনো ক্রেতা সচরাচর রিভিউ খুঁজে নিতে চায় না। কেননা এটি বেশ প্যারা দেয়। একজন ক্রেতার কাছে পূর্বের সার্ভিস নেওয়া কোনো ব্যাক্তিকে খুঁজে বের করে সে-সম্পর্কে রিভিউ জোগাড় করা বেশ ঝামেলা মনে হতে পারে। আবার একটি পজেটিভ রিভিউ কিন্তু কোম্পানির সেল বাড়িয়ে দেয়। এক্ষেত্রে একমাত্র সমাধান হতে পারে কোম্পানির একটি নিজস্ব ওয়েবসাইট থাকা। যাতে বিভিন্ন পণ্য সরাসরি সেলের পাশাপাশি তাতে রিভিউ দেওয়ারও সুযোগ থাকে। এই রিভিউ পরবর্তীতে নতুন ক্রেতার কাছে আপনার কোম্পানির উপর আস্থা বাড়াতে সাহায্য করবে৷ মনে রাখবেন একটি রিভিউর উপর নির্ভর করেই একজন ক্রেতা আপনার কাছ থেকে পণ্য কিনবে নাকি কিনবে না সেই সিদ্ধান্ত নির্ভর করে৷ 

কোম্পানির বিশ্বাসযোগ্যতাঃ

কোনোকিছু খুঁজে না পেলে সহজে তা বিশ্বাস করা যায় না। আর বিশ্বাস করা না গেলে অর্থ দিয়ে কোনো পণ্য বা সার্ভিস কেনার মানেই হয়না। এমন ধারণা প্রায় প্রতিটি ক্রেতারই আছে৷ প্রতিষ্ঠিত অনলাইন পরিচিতি না থাকা মানেই আপনিসহ আপনার কোম্পানির অনুপস্থিতি৷ এটি হতে পারে আপনার কোম্পানিকে কখনোই খুঁজে না পাওয়া। পাশাপাশি আপনার কোম্পানিকে পেছনে ফেলে দিতেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এই অনুপস্থিতি। যেহেতু এটি অনলাইন মার্কেটিংয়ের যুগ সেহেতু মৌখিক মার্কেটিং করার পরও অন্যের ডিজিটাল প্রচারণার ভিড়ে হারিয়ে যাবেন। এমতবস্থায় একটি ওয়েবসাইট আপনাকে তুলে আনতে পারে৷ যারা আপনার সেবায় সন্তুষ্ট হবে তারা খুব দ্রতই শেয়ার করবে। ধীরে ধীরে বাড়বে আপনার কোম্পানির পরিচিতি। হয়ে যাবে প্রচার। যা পরবর্তীতে সেবা বা পণ্যের প্রসারের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করবে৷  এছাড়াও আপনি চাইলেই রেডিমেড ই-কমার্স ওয়েবসাইট নিয়ে খুব সহজেই আপনার ব্যবসার প্রসার ঘটাতে পারেন।

রেডি ই-কমার্স

শেষ কথাঃ

বড় ব্যবসায়ীরা দ্রুত ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নিলেও ছোট ব্যবসায়ীরা এর খরচ এবং সাফল্যের কথা চিন্তা করে আর আগাতে চান না৷ তাদের মতে এটি হয়তো তেমন লাভজনক ভুমিকা রাখতে সক্ষম হবে না। পাশাপাশি অনেকের টেকনিক্যাল জ্ঞান না থাকার কারণে পুরো বিষয়টি বুঝতে গিয়েই হিমশিম খান। এক্ষেত্রে আমি বলবো একটি ওয়েবসাইট আজকের এই ডিজিটাল যুগে আপনাকে শতভাগ সাফল্য এনে দিতে পারে৷ এমন সত্যতাও রয়েছে। পাশাপাশি একটি ওয়েবসাইট বানানো হয়তো কঠিন তবে তা চালানো খুব সহজ। দুই একদিন চর্চা করলে এটি খুব সহজ হয়ে যাবে। সুতরাং দেরি না করে আজই ওয়েবসাইট তৈরিতে মনযোগ দিন। লোকাল বিজনেসকে আরেক ধাপ এগিয়ে নিন৷ 

 

Facebook Comment