ব্যাবসা বানিজ্য করার জন্য একটা কমন ধারণা হলো আপনার দোকান থাকতে হবে, তাতে প্রোডাক্টস থাকবে, আবার বিজনেস টা বড় হলে কর্মচারী ও নিয়োগ দিতে হবে। যুগ পাল্টেছে, তাই আপনার এসব ওল্ড বিজনেসের ধারণা গুলো বদলাতে হবে। 4G এর যুগে কিভাবে স্মার্টলি নিজের বিজনেসটাকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করবেন তা নিয়েই আলোচনা করা হবে আজকের এই আর্টিকেল এ।
ই-কমার্সঃ
প্রযুক্তির এই অগ্রযাত্রায় কে না চায় প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাওয়াতে । তেমনই প্রযুক্তি এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে বিজনেস এর ক্ষেত্রেও। 4G এর যুগে সবাই চায় স্মার্টলি বিজনেস করতে। ব্যাবসাটাকে শুধু নিজের শহর নয় পুরো দেশে ছড়িয়ে দিতে। আর এর জন্য দরকার একটি ভালো বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। যারা নতুন বিজনেস শুরু করেছে তারা তাদের বিজনেস এর বিজ্ঞাপন তাদের ফেসবুক আইডি, ফেসবুক পেইজ অথবা ইউটিউব ভিডিও বুস্ট এর মাধ্যমে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু শুধু মাত্র সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়েই কি আপনার বিজনেস সবার কাছে রিপ্রেজেন্ট করা সম্ভব? কখনোই না। স্মার্টলি ওয়েতে নিজের বিজনেস টাকে বড় করতে চাইলে সবচেয়ে ইফেক্টিভ হলো ই-কমার্স ওয়েবসাইট। তবে তার জন্য অবশ্যই আপনাকে সঠিক ভাবে ই-কমার্স বিজনেস প্ল্যান তৈরী করে নিতে হবে। যাতে করে আপনার কাজের প্লান কোন ভাবেই বিফলে না যায়। একটি রেডিমেড ই-কমার্স ওয়েবসাইট কি, কিভাবে কিনবেন, কার থেকে কিনবেন, কেনার প্রয়োজনীয়তা-ই বা কি সবকিছু কথা চিন্তা করে নিচে বেসিক কিছু ধারণা দেওয়া হলো।
ওয়েবসাইট সম্পর্কে যে বেসিক ধারণা টা থাকা দরকার তা হলো ওয়েবসাইট ২ প্রকার। যেমনঃ
১.স্ট্যাটিক ওয়েবসাইট
২.ডায়নামিক ওয়েবসাইট
স্ট্যাটিক ওয়েবসাইট হলো এমন ওয়েবসাইট যার ভেতরের ইনফরমেশন গুলো পরিবর্তন করা যায় না। অর্থাৎ আপনি চাইলেই ভেতরের ইমেজ, অডিও ,ভিডিও, এনিমেশন কন্টেন্ট গুলো পরিবর্তন করতে পারবেন না। অপরদিকে ডায়নামিক ওয়েবসাইট হলো এমন ওয়েবসাইট যার ইনফরমেশন গুলো চাইলেই পরিবর্তন করা যায়। আর বিজনেস এর ক্ষেত্রে যেহেতু প্রতিনিয়ত প্রোডাক্ট এর পিকচার, দাম ইত্যাদি আপলোড দিতে হয় তাই ই-কমার্স এর ক্ষেত্রে ডায়নামিক ওয়েবসাইট টি-ই ইফেক্টিভ। আপনার হাতে যদি সময় কম থাকে এবং আপনি যদি কিছুটা শ্রম হ্রাস করতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে একটি রেডি ই-কমার্স ওয়েবসাইট কিনে ফেলা। রেডিমেড ই-কমার্স ওয়েবসাইট এর ভেতরে যে জিনিস গুলো সম্পাদন করে দেওয়া হয় তা হলোঃ
রেডি ই-কমার্স ওয়েবসাইট কেনার প্রয়োজনীয়তাঃ
- আপনার সময় বাঁচবে এবং এর সাথে সাথে আপনার শ্রম কিছুটা কম হবে।
- ওয়েবসাইটে আপনি সহজেই নতুন প্রোডাক্ট এড করতে পারবেন ।
- ক্রেতাদের বিশ্বস্ততা অর্জন করতে পারবেন ।
- প্রচুর পণ্য ডিসপ্লে করার সুবিধা।
- পণ্যের ডিটেইলস এড করতে পারবেন সাথে পণ্যের বিভিন্ন কালার।
- ওয়েবসাইট থেকে যে কেও যে কোনো সময় অর্ডার করার সুযোগ থাকছে এবং কুরিয়ার এর মাধ্যমে কাঙ্খিত পণ্যটি গ্রাহকের কাছে পৌঁছে যাবে।
৬টি ই-কমার্স বিজনেস মডেল যা আপনার ব্যাবসাকে করে তুলতে পারে খুব সহজ এবং আপনার বিক্রি বৃদ্ধি করতে সাহায্য করবে।
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্টঃ
একটি ই-কমার্স ওয়েবসাইট এর ডিজাইন কেমন হবে অর্থাৎ একজন ইউজার আপনার ই-কমার্স ওয়েবসাইটে ঢুকে কি কি জিনিস ( ইমেজ, অডিও, ভিডিও, এনিমেশন) দেখতে পাবে সেটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার প্রোডাক্ট গুলোর বিজ্ঞাপন যত সুন্দর ভাবে প্রেজেন্ট করা যাবে একজন ক্রেতা তত বেশি আকৃষ্ট হবে। তবে মাথায় রাখতে হবে ওয়েবসাইট টিকে বেশি ডেকোরেট করার ফলে যেন এটির লোডিং স্পিড স্লো হয়ে না যায়। একটি রেডি মেইড ই-কমার্স ওয়েবসাইটে এই সমস্ত প্রক্রিয়াই করে রাখা হয়। সাথে ওয়েব ডেভেলপিং এর কাজটাও সম্পাদনা করে রাখেন একজন অয়েব ডেভেলপার বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর মাধ্যমে। আপনি যদি রেডি ই-কমার্স ওয়েবসাইট কিনতে চান তাহলে আপনাকে আলাদা করে গ্রাফিকস ডিজাইনার, ওয়েব ডেভেলপারদের খুঁজতে হবে না। একটি ভালো মানের রেডিমেড ওয়েবসাইট তৈরী করে দিতে সর্বদা পাশে আছে yappobd।
ব্র্যান্ডিং ও আইডেন্টিটিঃ
আপনি যদি একটি নতুন অনলাইন ভিত্তিক ই-কমার্স কোম্পানি খুলে থাকেন আর আপনার লক্ষ্য যদি হয় বিশাল তাহলে যে জিনিস টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো ব্র্যান্ডিং। আপনি যাদের কাছে আপনার প্রোডাক্ট গুলো পৌঁছাতে চান তাদের কাছে সফলভাবে পৌঁছাতে পারলেই আপনার কোম্পানি হয়ে উঠবে একটা নামি দামি ব্র্যান্ড। ২টি বিশাল ব্র্যান্ডিংসিম কোম্পানি গ্রামীণফোন এবং বাংলালিংক। এছাড়াও রয়েছে ইজি, বাটা, এপেক্স ইত্যাদি। আর আপনার কোম্পানির ব্র্যান্ড কে যখন সবাই এক নামে চিনবে সেটাই হবে আপনার কোম্পানির আইডেন্টিটি। অতি কম সময়ে জনগণের কাছে নিজেদের কোম্পানি কে রিপ্রেজেন্ট করার ওয়ে হচ্ছে একটি রেডি ই-কমার্স ওয়েবসাইট। যেমন দারাজ, ইভ্যালি অতি অল্প সময়েই জনগণের নজর কেড়েছে। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আপনার কোম্পানির/অনলাইন শপের ওয়েবসাইট টি।
পণ্য ডিসপ্লে করার সুবিধাঃ
একটি রেডি ই-কমার্স ওয়েবসাইট কেনার পর আপনি আপনার মনের মত করে ওয়েবসাইট টি তে পণ্য ডিসপ্লে করতে পারবেন। যেহেতু ওয়েবসাইট টি ডায়নামিক তাই আপনি আপনার পণ্য ,পণ্যের দাম, পণ্যের বিবরণ, পণ্যের মান সম্পর্কে ওয়েবসাইট টি তে লিখতে পারবেন। আপনার বিজনেসের বিজ্ঞাপন ওয়েবসাইটে দেওয়ার ফলে টেকনাফ টু তেতুলিয়া সব জায়গার মানুষই ওয়েবসাইট টি তে ঢুকতে পারবে এবং একজন ক্রেতা তার পছন্দসই পণ্য টি ক্রয় করতে পারবে। তাই আপনার বিজনেসের সকল প্রোডাক্ট সবার হাতের নাগালে পৌঁছে দিতে একটি ওয়েবসাইটের বিকল্প কিছু নেই।
বিশ্বস্ততা ও কেনাকাটায় নিরাপত্তাঃ
একজন ক্রেতা যখন আপনার ওয়েবসাইটে ঢুকে একটি পছন্দসই পণ্য কিনতে যাবে তখন তার মাথায় যে জিনিস টা আসবে তা হলো পন্য টির মান কেমন, পণ্য টি ক্রয় করে পস্তাতে হবে না তো? একজন ক্রেতার এই সমস্ত দ্বিধা দূর হবে আপনার ওয়েবসাইট দেখে। আপনার ওয়েবসাইট এর রেটিং দেখে একজন ক্রেতা অনেকটাই নিশ্চিত হতে পারে পণ্য টি সে কিনবে কিনা। প্রোডাক্টটির রিভিউ ও এই ক্ষেত্রে অনেক টাই ভুমিকা রাখে। আবার আপনার কোম্পানির সুনাম এবং প্রতিষ্ঠা কাল ও একজন ক্রেতার বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম। তাই আপনার উচিত বিজনেস শুরু করার পর পরই একটা ওয়েবসাইট খুলে ফেলা।
রেডি ই-কমার্স ওয়েবসাইট কেনার জন্য যা জানা জরুরিঃ
বিজ্ঞাপন দেখেই রেডি ই-কমার্স ওয়েবসাইট কেনার জন্য টাকা পেমেন্ট করে ফেললেন। পরে প্রতারিত হবেন না তো? নিচে কিছু গাইড লাইন দেওয়া হলো যা ফলো করে রেডি ওয়েবসাইট ক্রয় করলে আপনার প্রতারিত হওয়ার কোন সম্ভাবনা নেই বললেই চলে।
- যারা আপনাকে রেডিমেড ই-কমার্স ওয়েবসাইট কেনার অফার করছে দেখে নিবেন তাদের অফিস আছে কি না।
- তাদের অফিসের প্রতিষ্ঠা কাল অর্থাৎ তারা কত বছর ধরে তাদের সেবা দিয়ে যাচ্ছে।
- প্রয়োজনে লং টার্ম সাপোর্ট দিতে তারা রাজি কিনা।
- কারো কথা শুনে হুট করেই টাকা পেমেন্ট না করা, ডিলারদের সাথে বিস্তারিত আলোচনা করে ডিল কনফার্ম করা। প্রয়োজনে তাদের অফিস ভিজিট করা।
- প্রয়োজনে যারা আপনাকে ফুল সাপোর্ট দিবে ইত্যাদি
এই সমস্ত খুঁটিনাটি বিষয় গুলো মাথায় রাখলে আপনি কখনোই প্রতারণার শিকার হবেন না। yappobd.com প্রতিষ্ঠানটিও দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সঙ্গে এই সমস্ত সেবা দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠান টি যেহেতু সবার মনে জায়গা করে নিয়েছে সেহেতু আপনি নিশ্চিন্তে রেডি ই-কমার্স ওয়েবসাইট এখান থেকে ক্রয় করতে পারেন।
শেষ কথাঃ
পরিশেষে বলতে চাই, ই-কমার্স বিজনেস এর জন্য একটি ওয়েবসাইট থাকা মাস্ট। তাই আপনি আপনার বিজনেসে দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে চাইলে রেডি মেইড ই-কমার্স ওয়েবসাইট কিনুন। এতে আপনার শ্রমের পাশাপাশি সময়টাও বাঁচবে। তবে ওয়েবসাইট কেনার আগে দেখে,শুনে,বুঝে কিনুন।