You are currently viewing ফেসবুক বিজনেস পেইজের সিকিউরিটির জন্য যা করবেন!

ফেসবুক বিজনেস পেইজের সিকিউরিটির জন্য যা করবেন!

ফেসবুক বিজনেস পেজ কি! এক কথায় যদি বলি, নিজের ব্যবসা পরিচালনা করার জন্য যেসব ফেসবুক পেজ ব্যবহার করা হয় সেটি-ই হচ্ছে মূলত ফেসবুক বিজনেস পেজ। আপনার নিজের ব্যবসার প্রোডাক্ট বিক্রি করার জন্য, যদি ফেসবুকের মাধ্যমে  বিজনেস করতে চান, তাহলে আপনার অবশ্যই একটি ফেসবুক বিজনেস পেজ থাকা জরুরি। মাত্র একটি ক্লিক করে আপনারা খুলে নিতে পারবেন একটি ফেসবুক  বিজনেস পেইজ। কিন্তু এখন কথা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ খুললেই শুধু হবে না, প্রয়োজন বিজনেস পেজের নিরাপত্তা। আপনার বিজনেস পেজটি যেন হ্যাকিং না হয় সেজন্য আপনাকে সতর্ক থাকতে হবে।  ফেসবুক বিজনেস পেজের সিকিউরিটির জন্য এডমিন আইডি নিরাপদে রাখতে হবে কারণ বিজনেস পেজটি এডমিন আইডির সব সিকিউরিটি মেইনটেইন এর উপরই নির্ভর করে।  কারন কোন কারনে এডমিনের আইডি হ্যাক হয়ে গেলে বা ফেসবুক বাতিল করে দিলে পেজ টি হারানোর সম্ভাবনা থাকে। তাই ফেসবুক বিজনেস পেইজ এর নিরাপত্তার জন্য আপনার যা করা উচিৎ তা নিচে আলোচনা করা হলোঃ 

অ্যাডমিন রোল সবাইকে দিবেন নাঃ

ফেসবুকে পোস্ট করা, ম্যাসেজের উত্তর, বুস্ট করা ইত্যাদির জন্য অনেক সময় বাহিরের কোন ব্যক্তিদের পেইজের রোল দিতে হয়। সেক্ষেত্রে আপনারা কখনো অ্যাডমিন রোল কাউকে দিবেন না। অ্যাডমিন রোল এর কাজটি আপনি নিজেই করুন অথবা আপনার বিশ্বস্ত কাউকে এই দায়িত্ব দিতে পারেন। অনেক সময় দেখা যায়, আপনি ভরসা করে আপনার বিজনেস পেজের অ্যাডমিন রোল কাউকে দিয়ে দিলেন, সে তখন অ্যাডমিন হয়ে সবাইকে রিমুভ করে নিজেই বিজনেস পেজের রাজত্ব করছে। আপনার কষ্টের পুজিঁর সম্বল তখন এক নিমিষেই শেষ হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে এডিটর রোল এর দরকার হতে পারে, তবে অ্যাডমিন রোলের প্রয়োজন হয় না। অ্যাডমিন রোল টি নিজের মধ্যেই রাখবেন। অ্যাড দিতে, পোস্ট করতে এবং ম্যাসেজের উত্তর দিতে অ্যাডমিন  হওয়ার কোন প্রয়োজন হয় না। যদি কেউ আপনার কাছে অ্যাডমিন রোল চায় সঠিক কারণ যাচাই করে নিবেন। তবে আপনার পেজের অ্যাডমিন একজনের বেশি রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। কারণ কোন কারণে কখনো যদি আপনি আপনার পেজের অ্যাক্সেস হারিয়ে ফেলেন, আপনার বিশ্বস্ত কেউ পেজের আপডেট করা’সহ অন্যান্য কাজ চালিয়ে যেতে পারবে এবং আপনাকে ও আবার সেখানে ফিরিয়ে নিতে পারবেন।

পেমেন্ট গেটওয়ে.

 

পেমেন্ট ইনফরমেশন শেয়ার করবেন নাঃ

একান্ত যদি আপনার বিশ্বস্ত না হয়, তাহলে আপনার কার্ডের বিস্তারিত তথ্য অন্য কাউকে দিবেন না। আপনার কার্ডের যাবতীয় তথ্য যেন আপনি ছাড়া আর কেউ না জানে। অনেকে নিজের কার্ড ব্যবহার করে বুস্টের জন্য। কিন্তু আপনার কার্ডের তথ্য অন্য কেও জেনে গেলে আপনি নানা রকম বিপদের সম্মুখীন হতে পারেন। তাই পেমেন্ট ইনফরমেশন টি কারোর কাছে শেয়ার করা থেকে বিরত থাকুন। 

ফেসবুক আইডির পাসওয়ার্ড শেয়ার করবেন নাঃ

অনেক সময় অন্য ফেসবুক ব্যবহারকারীর সঙ্গে নিজের পাসওয়ার্ড শেয়ার করেন অ্যাকাউন্টধারীরা, যা থেকে অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা ঘটে৷ কোনো বন্ধুর সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করলে তিনি আপনার এক্যাউন্টে ঢুকে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলে আপনার ফেসবুক আইডি ও বিজনেস পেজ আপনি আর ব্যবহার করতে পারবেন না। অথবা আপনি যদি কাউকে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেন তিনি আপনার কাস্টমারদের উল্টো পাল্টা মেসেজ দিয়ে বিরক্ত করতে পারে। এতে আপনার বিজনেস পেজের সুনাম নষ্ট হবে এবং  পরবর্তীতে দেখা যাচ্ছে এতে আপনার বিজনেস এর-ই ক্ষতি হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় কেও কেও অন্যের ফোন দিয়ে নিজের বিজনেস পেইজ এ লগ ইন করে, এটা কখনোই করা উচিৎ নয়। এই ধরনের কাজ করা থেকে বিরত থাকুন। নয়তো হ্যাকিং এর সম্ভাবনা রয়েছে। আপনার ফেসবুক আইডিতে এমন পাসওয়ার্ড সিলেক্ট করুন যেটি অন্য কারো পক্ষে অনুমান করা কঠিন। ফেসবুক পাসওয়ার্ড আপনার নাম বা সাধারণ কোন ওয়ার্ড দিবেন না। পাসওয়ার্ড এ অবশ্যই স্পেশাল কোন ক্যারেক্টার ওয়ার্ড বা স্ট্রং ওয়ার্ড দিতে হবে। অনেকেই আছে নরমাল একটা পাসওয়ার্ড দিয়ে রাখেন যেমনঃ Hafiz1234 হ্যাকার বা স্পেমাররা এ ধরনের পাসওয়ার্ডগুলো দিয়ে ট্রাই করে বেশি। তাই এ ধরনের পাসওয়ার্ড না দিয়ে Hafiz1234$$# এধরনের পাসওয়ার্ড দিন । পাসওয়ার্ডের সংখ্যা ৭-৮ রাখার চেস্টা করুন। পাসওয়ার্ড যেন ভুলে না যান সেজন্য অন্য কোথাও সংরক্ষণ করতে পারেন। যে পাসওয়ার্ডটি আপনার ফেসবুক বিজনেস পেজের সঙ্গে যুক্ত সেটি অন্য কোনো আইডি তে ব্যবহার করবেন না। 

নিজের ইমেইল নিজের রাখুনঃ

ফেসবুক বিজনেস সিকিউরিটির জন্য ইমেইল গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধুমাত্র ফেসবুক পাসওয়ার্ড দিয়ে নয়, ইমেইল দিয়েও আইডি হ্যাক করা যায়। তাই আপনার ইমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড ও অনেক স্ট্রং করবেন। কোনো কারনে আইডি হ্যাক বা ডিজেবল হলে; ইমেইল অ্যাড্রেস যদি এড করা না থাকে তাহলে পরবর্তীতে আইডি রিকভার করার সম্ভাবনা খুবই কম। ফেসবুক আইডিতে কখনোই অন্যের ই-মেইল অ্যাড করবেন না, কেবলমাত্র আপনার নিজের সচল ইমেইল একাউন্ট অ্যাড করুন। যে ই-মেইল অ্যাকাউন্ট টি এক্টিভ সে টি বিজনেস পেজের ক্ষেত্রে ব্যবহার করুন। আপনার ই-মেইল অ্যাড্রেস টি অন্য কাউকে  শেয়ার করা থেকে বিরত থাকুন। 

ফেসবুক অ্যাডভারটাইজিং সার্ভিস

একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলুনঃ

আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই ফেসবুকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে। ফেসবুক বিজনেস ম্যানেজার হল এমন একটি প্লাটফর্ম, যেখান থেকে বিজনেস অ্যাকাউন্টসহ ও অন্যান্য সকল পেইজ ম্যানেজ করা যায়। ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য, আপনার ব্যক্তিগত একটি ফেসবুক প্রোফাইল থাকতে হবে। যদি আপনার এটি না থাকে তাহলে আপনার পছন্দসই ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন। যদি আপনার একটি ফেসবুক প্রোফাইল থাকে তাহলে আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারবেন ও ব্যবহার করতে পারবেন। এরপর  আপনাকে business.facebook.com-এ গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে Business Info তে গিয়ে আপনার বিজনেসের মৌলিক তথ্য দিয়ে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের করতে হবে। ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনি যা করতে পারবেন –

  •  বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনি এক বা একাধিক অ্যাড অ্যাকাউন্ট ও একাধিক ইউজার রাখতে পারবেন।
  •  ফেসবুক পেজ ও অ্যাড অ্যাকাউন্টগুলাে পরিচালনা করতে পারবেন। আপনার পেজ এবং অ্যাড অ্যাকাউন্টগুলােতে কাদের অ্যাক্সেস রয়েছে তা দেখতে পারবেন এবং তাদের অ্যাক্সেস ডিলিট বা পরিবর্তন করতে পারবেন।
  •  আপনার বিজনেস পেইজ টি, বিজনেস ম্যানেজারের Primary Page হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফলে আপনাকে কেউ চাইলে Admin আক্সেস থেকে ডিলিট করতে পারবে না সেই সাথে হ্যাকিং এর ঝুঁকি থাকবে না।

ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনি আপনার সবগুলো ফেসবুক  পেইজ ও বিজ্ঞাপনগুলো কে সঠিক ও কার্যকরভাবে পরিচালনা করতে পারবেন। 

পরিশেষেঃ

বর্তমানে ফেসবুক এ বিজনেসগুলো যেমন পাচ্ছে জনপ্রিয়তা তেমনি কিছু অসাধু লোক জনপ্রিয় ই-কমার্স বিজনেসগুলো কে নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনি যদি এমন কাউকে খুঁজে থাকেন যে আপনার ফেসবুক বিজনেস এর নিরাপত্তা দিবে তাহলে চোখ বুজে ইয়াপ্পোবিডি ওয়েবসাইট এর উপর ভরসা রাখতে পারেন। আমরা আপনার বিজনেস এর নিরাপত্তার পাশাপাশি বুস্টিং এর মাধ্যমে আপনার ই-কমার্স বিজনেস কে পৌঁছে দিবো সবার হাতের নাগালে এবং ফেসবুক এডভারটাইজিং এর মাধ্যমে সবার কাছে বিজনেস এর ব্র‍্যান্ডিং করবো। তাই আপনার ফেসবুক বিজনেস এর সফলতা চাইলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ব্লগ যদি আপনার ভালোলেগে থাকে তাহলে অবশ্যই আমদের ব্লগ এর সাথে থাকুন।আমাদের সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে চোখ রাখুন।

 

Facebook Comment