You are currently viewing মাল্টি ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট এর জন্য বেস্ট প্লাগিন কোনটি?

মাল্টি ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট এর জন্য বেস্ট প্লাগিন কোনটি?

মাল্টি ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে কোন ধরণের প্লাগিন ব্যবহারে দ্রুত লাভের মুখ দেখা যাবে তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। এই দলের ব্যাক্তিদের জন্য আমাদের আজকের এই আর্টিকেল। 

বর্তমান আধুনিক ক্রেতারা একটি পণ্য খুঁজতে দশটি ওয়েবসাইটের খোঁজ নেওয়াকে বোকামি মনে করেন। এই ধরণের ভুল কাজে অনেক ক্রেতাই সময় ব্যয় করতে চান না। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে এবং সময় সাশ্রয় করতে সহায়তা করে এমন ওয়েবসাইটের উপর পটে আছে আজকের দিনের ক্রেতাসাধারণ। যার পরিবর্তিত প্রবণতার ফল হলো মাল্টি-ভেন্ডর ই-কমার্স স্টোর। আমাদের আজকের এই কন্টেন্টের টপিকটিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে পুরো টপিকের মূল থিম দুইটি। এর একটি হলো মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট এবং অপরটি হলো প্লাগিন। 

প্লাগিন শব্দটির আগে ‘সেরা’ শব্দটিকে লাগিয়ে এর গুরুত্বকে আরো বাড়িয়ে তোলা হয়েছে। সুতরাং মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট কি, এর ধরণ কেমন এবং প্লাগিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে হবে। তবে আর দেরি কেনো? চলুন শুরু করা যাক। 

মাল্টি ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট কি?

মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট হলো এমন একটি অনলাইন দোকান যেখানে বিভিন্ন ক্যাটাগরির পণ্যকে একসাথে সাজিয়ে রাখা হয়। বিভিন্ন শপিং মল বা মার্কেটে যেমন অনেক দোকান থাকে এবং নানান ধরণের পণ্য সাজিয়ে গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করে, অনলাইনের ক্ষেত্রেও এমনটা ঘটে। যা প্রযুক্তিগত দিক দিয়ে মাল্টি-ভেন্ডর ই-কমার্স নামে পরিচিত এবং এই শপের জন্য তৈরিকৃত ই-কমার্স সাইটকে মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট বলা হয়ে থাকে। সাধারণত ভেন্ডর ওয়েবসাইটে অনেক গুলো ক্যাটাগরি থাকে যা হতে বিভিন্ন ক্যাটাহনির পণ্য ক্র‍য় করার সুযোগ রয়েছে। 

পাশাপাশি এই ধরণের সাইট মূলত সেলার এবং কাস্টমারদের মধ্যস্থতা তৈরি করে দিতে সাহায্য করে। সেলার এর পন্য বিক্রির ব্যবস্থা করে দেয় এবং তৃতীয় পক্ষ হিসেবে পন্য ডেলিভারি ও পেমেন্ট গ্রহন করে থাকে। এই ধরণের ওয়েবসাইট সাধারণত তৃতীয় পক্ষের বিক্রেতাদের এক জায়গায় বিক্রি করার জন্য একটি বহু-বিক্রেতা ওয়েবসাইট বা স্টোরের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম তৈরিতে সাহায্য করে।

ধরুন আপনার অনেক ছোট একটি দোকান রয়েছে। এক্ষেত্রে আপনি বড় কোনো দোকান থেকে পণ্য আনলেন, ধারণা নিলেন। যা এই মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইটের সবচেয়ে বড় উদাহরণ। মাল্টি-ভেন্ডর মার্কেটপ্লেস একাধিক ব্যবসায়ীর ই-কমার্স ওয়েবসাইটের সাথে চুক্তি করার অনুমতি দেয়। পাশাপাশি সংগ্রহস্থলে নিজস্ব পণ্যগুলি যোগ করে এবং বিভিন্ন বিভাগে একই প্রদর্শন করে। 

সুতরাং বোঝা গেলো, এটি একটি একক ওয়েবসাইট যেখানে ফ্যাশন পণ্য, ইলেকট্রনিক গ্যাজেট, বই ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। পাশাপাশি তাদের একটি গ্রুপ রয়েছে যা সেই মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট থেকে তাদের ব্যবসা চালানোর পরিসরের উপর নির্ভর গঠিত। আপন চাইলেই রেডিমেড ওয়েবসাইট নিয়ে খুব সহজেই আপনার ব্যাবসার প্রসার ঘটাতে পারেন।তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে রেডিমেড ওয়েবসাইট নিতে

রেডি ই-কমার্স

মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইটের সু্বিধা কি কি?

  • অসংখ্য বিক্রেতারা আপনার ওয়েবসাইট এর মাধ্যমে তাদের পণ্য বিক্রয় করতে পারবে এবং প্রচার করতে সক্ষম হবে।
  • আপনার কাছে প্রচুর পণ্য রয়েছে জানতে পারলে এটি আরও ক্রেতাদের আকর্ষণ করবে।
  • বিক্রেতার পণ্যাদির জন্য তালিকা পরিচালনার বিষয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। কারণ সেগুলি বিক্রেতারাই পরিচালনা করতে পারবে। আপনি কেবল ঘরে বসেই কোনো চিন্তা ছাড়াই কমিশন পাবেন।
  • এই ধরণের ওয়েবসাইট প্রতিটি বিক্রেতাকেই কয়েক মিনিটের মধ্যে রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে দোকান তৈরি করার সুযোগ প্রদান করে।
  • বিক্রেতারা বিভিন্ন পণ্য যুক্ত করতে পারবে। পাশাপাশি সম্মুখভাগ থেকে অর্ডার পরিচালনা করতেও পারবে। 
  • আপনি বিক্রেতাদের কাছ থেকে উপার্জনের জন্য কমিশনের পরিমাণ ঠিক করে দিতে পারেন। 

প্লাগিন কি?

প্লাগিন হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের এমন একটি টুলস যা তাদের ফাংশনাল কমান্ড ব্যবহার করে ইউজার এর কাজের চাহিদা পূরণ করে থাকে। বলা হয়ে থাকে ওয়ার্ডপ্রেস সাইটের সফলতার এবং জনপ্রিয়তার পেছনে প্লাগিনের ভুমিকা অতুলনীয়। প্লাগিন দ্বারা সাইটের পুরো কাঠামোকেই নিয়ন্ত্রন করা যায় সহজে। আপনি যেমনটা চাইবেন তেমনটাই করার জন্য অসংখ্য প্লাগিন ওয়ার্ডপ্রেসের প্লাগিংস ডিরেক্টরিতে খুঁজে পাবেন। 

মাল্টি-ভেন্ডর প্লাগিন কি?

আমরা সকলেই জানি একটি অনলাইন স্টোর চালু করা একদমই সহজ। এটি আপনাকে আপনার দোকানের পণ্য, পেমেন্ট, শিপিং, ট্যাক্স ম্যানেজমেন্ট ইত্যাদি সহজেই পরিচালনা করার সুবিধা দেয়। আপনি জানেন কি, স্টোর পরিচালনার কাজে আপনাকে সাহায্য করার জন্য এবং আপনার অনলাইন স্টোরকে উন্নত করার জন্য শত শত এক্সটেনশন রযেছে? মূলত ওয়ার্ডপ্রেস মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট প্লাগিন হলো এমনকিছু সিস্টেমের সমষ্টি যা ব্যবসা এবং সমস্ত লেনদেন বজায় রাখতে সাহায্য করে৷ 

মনে রাখবেন একটি দক্ষ Woo-Commerce মাল্টি-ভেন্ডর যত দ্রুত আপনার সাইটের সাথে খাপ খাওয়াতে সক্ষম হবে আপনি তত দ্রুত এই ক্ষেত্রে সফলতার মূখ দেখতে পারবেন। এই ধরণের প্লাগিনের মূল উদ্দেশ্য হলো আপনার মার্কেটপ্লেসের মাধ্যমে একাধিক ক্রেতা এবং বিক্রেতাকে সংযুক্ত করা। পাশাপাশি এটি বিক্রেতাদের কাছে আলাদা লেনদেনের ব্যবস্থা করে দেয় এবং প্রতিটি সেল থেকে আপনার জন্য কমিশনের ব্যবস্থা করে৷ 

কয়েকটি সেরা মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট প্লাগিন

বর্তমানে বেশ কয়েকটি Woo-Commerce মাল্টি-ভেন্ডর প্লাগিন বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে। প্রতিটি প্লাগিনে তাদের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। চলুন এবার বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য Woo-Commerce মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইটের কিছু প্লাগিন সম্পর্কে জেনে নিই। 

Dokan Multivendor

এই মাল্টি-ভেন্ডর প্লাগিনটি এখন পর্যন্ত বাজারের সবচেয়ে জনপ্রিয় Woo-Commerce মাল্টি-ভেন্ডর প্লাগিন। এটি ব্যবহার করা খুবই সহজ। যা অ্যামাজন, ইবে, বা আলিবাবার মতো মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট তৈরিতে খুবই কম সময় নেয়। পাশাপাশি জনপ্রিয় সব অপশন বা সুযোগ তৈরি করে দেয়। অন্যান্য প্লাগিনের চাইতে এই প্লাগিনটির বিস্তৃতি অনেক। প্লাগিনটির মাধ্যমে প্রতিটি বিক্রেতা একটি ড্যাশবোর্ড পায়। যা সুনির্দিষ্টভাবে তাদের ব্যবসা পর্যবেক্ষণ এবং বজায় রাখতে সাহায্য করে। 

প্লাগিনটি বেশ আকর্ষণীয় এবং কাস্টমাইজযোগ্য। এর স্টোরফ্রন্ট প্রতিটি বিক্রেতার জন্য একটি ফ্রি দোকানের ব্যবস্থা করে। পাশাপাশি এটি একটি গ্লোবাল কমিশনেরও ব্যবস্থা করে। যার মাধ্যমে প্রতিটি ব্যবসায়ী নির্দিষ্ট পরিমাণ কমিশন পায়। এডমিন তার মার্কেটপ্লেসে যা কিছু ঘটছে তার উপর কর্তৃত্ব রাখতে পারে। বিক্রেতাদের পাবলিক প্রোফাইল পরিচালনা এবং কনফিগার করতে পারার মতো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিচ্ছে এই প্লাগিন। 

WCFM Marketplace

এই প্লাগিনটি যে কাউকে অনলাইন মার্কেটপ্লেসে অসাধারণ ফিচার দেওয়ার ক্ষমতা রাখে। এটি তাদের জন্যই পারফেক্ট যারা বড় ধরণের বিজনেসের সাথে নিজেকে যুক্ত করতে চাচ্ছে। এটি প্রতিটি বিক্রেতাকে তাদের পণ্য, বুকিং, গবেষণা প্রতিবেদন ইত্যাদির উপর গভীর পর্যবেক্ষণ এবং কাস্টমাইজেশনের সুযোগ তৈরি করতে সাহায্য করে। পাশাপাশি বিক্রেতার ব্যবহারের জন্য থাকে একটি মোবাইল অ্যাপ দখলের সুযোগ। 

বিক্রেতারা তাদের কমিশন, রিফান্ড, উইথড্র, লেজার বুক, স্টোর ইনভয়েস এবং শিপমেন্ট ট্র্যাকিং পর্যবেক্ষণ করতে পারার জন্য এই প্লাগিনটি যথেষ্ট পারফেক্ট বলে মনে করেন ব্যবহারকারীরা। শিপিং পণ্যগুলির লাইভ শিপমেন্ট স্ট্যাটাস আপডেটসহ নানানরকমের ফিচার চালু করেছে প্লাগিনটি। এই প্লাগিনের সুযোগ-সুবিধার মাঝে মোবাইল অ্যাপ, সাপোর্ট টিকেট সিস্টেম, লাইভ চ্যাট মডিউল, সেলারদের ব্লগ লিখতে পারার সুযোগ, একক পণ্যের অসংখ্য সেলার, বিক্রেতা যাচাই ব্যবস্থার সুবিধাগুলি অন্যতম। 

WC Marketplace

এই প্লাগিনটি মার্কেটপ্লেসকে প্রসারিত করার দিকে  বেশি মনোযোগী। এর কনফিগারেশন যেমন সেরা তেমনই এটি ব্যবহারে আলাদা একটি তৃপ্তি রয়েছে। যার কারণে ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে একটি অনন্য অবস্থানে উঠে এসেছে এই প্লাগিন৷ এর মাধ্যমে যে কেউ অনলাইন মার্কেটপ্লেসের মার্কেটিংয়ের সাথে বিক্রয় বৃদ্ধির উপর ফোকাস করতে পারে৷ এই প্লাগিনের মাধ্যমে সেলার এবং ব্যবসায়ীরা একটি নিষেধাজ্ঞাহীন মার্কেটপ্লেস উপভোগ করার পাশাপাশি খুব প্রফেশনালি নিজেদের বিজনেস এগিয়ে নিতে পারে। 

শেষ কথা

বিশ্বব্যাপী ই-কমার্স ওয়েবসাইট গুলো কেনা-বেচার অন্যতম মাধ্যম হিসেবে তৈরি হচ্ছে। পূর্বে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও বর্তমানে এগিয়ে চলছে অদম্য গতিতে। এক্ষেত্রে নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে ও একই সাথে একাধিক মানুষকে সার্ভিস প্রদান করতে ই-কমার্স ওয়েবসাইট এর বিকল্প নেই। আর সেটি যদি হয় মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট তাহলে তো কথাই নেয়। প্রতিযোগিতার যুগে এই ধরণের সাইট আপনাকে আরো এগিয়ে দিবে। সাহায্য করবে সবার চাইতে ইউনিক ভাবে নিজেকে তুলে ধরার। মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট তৈরিতে অন্য ওয়েবসাইটের মতোই প্লাগিনের দরকার। এক্ষেত্রে উপরে উল্লেখিত প্লাগিন হতে পারে সেরা অপশন। আশা করি আমাদের আজকের আর্টিকেলটি ভালো লেগেছে।

মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট তৈরির সুফল সম্পর্কে জানার পর নিশ্চয় ভাবছেন, ‘ইশ্! আমার যদি এমন একটি সাইট থাকতো’! আপনার এই অতৃপ্তিকে তৃপ্তিতে পরিণত করতে আমরা আছি আপনার পাশে। আজই যোগাযোগ করুন YappoBd এর সাথে আর সেরা সার্ভিসটি গ্রহণ করুন।

 

Facebook Comment